অনলাইন ডেস্ক: রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি কাতল মাছ। আজ বুধবার সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ৫৩ হাজার ২০০ টাকায় কিনে নেন। পরে তিনি মাছটি ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেন। জেলে কৃষ্ণ হালদার জানান, আজ ভোর ৫টার দিকে তিনি ও তার সঙ্গীরা মিলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্ণেশোনা এলাকায় পদ্মা নদীতে মাছ ধরছিলেন।
এসময় বিশাল আকারের একটি কাতল মাছ তাদের জালে ধরা পড়ে। পরে বিক্রি করতে কাতলটি নিয়ে যান দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ছকু মোল্লার আড়তে। সেখানে ১৯ কেজি ওজন মেপে উন্মুক্ত নিলাম ডাকে দুই হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৫৩ হাজার ২২ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছে কাতলটি বিক্রি করেন।
দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘জেলেদের কাছ থেকে পদ্মা নদীর ছোট-বড় বিভিন্ন মাছ কিনে দেশের বিভন্ন স্থানে নিয়মিত বিক্রি করি।আজ জেলে কৃষ্ণ হালদারের কাছ থেকে কিনেছিলাম বিশাল আকারের একটি কাতল মাছ। পরে কেজিপ্রতি ১০০ টাকা লাভ রেখে কুষ্টিয়ার কুমারখালি এলাকার এক ব্যক্তির কাছে কাতলটি ৫৫ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি।’





