নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর দেড়শ বছরের পুরোনো কালী মন্দিরে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে সদরঘাটস্থ কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা মন্দিরে ঢুকে প্রতিমায় থাকা স্বর্ণালঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে সিসি ক্যামেরা না থাকায় চোর শনাক্ত করা যায়নি। মন্দির কর্তৃপক্ষ এজাহার দিয়েছে। চুরির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জানা গেছে, মন্দিরের টিনের চালের ওপর উঠে কাঁচের ভেন্টিলেটর ভেঙে ভেতরে ঢুকে প্রতিমার চার ভরি ওজনের একটি স্বর্ণের ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়।
মন্দিরের সেবায়েত সানা ভট্টাচার্য্য জানান, সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খোলার পর চুরির বিষয়টি জানাজানি হয়। দানবাক্সে ভক্তদের দেওয়া ৬০ থেকে ৭০ হাজার টাকা থাকতে পারে। মূল দরজায় তালা দেওয়া ছিল। ধারণা করছি, মন্দিরের পেছনে ঘরের চালের ওপর উঠে ভেন্টিলেটর ভেঙে চোর ভেতরে ঢুকতে পারে বলে তিনি ধারণা করছেন।




