৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে সারোয়ার হত্যা, বিভিন্নস্থান থেকে গ্রেফতার-৬

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন বাবলাকে হত্যা, প্রতিবন্ধী অটোরিকশা চালক মো. ইদ্রিসকে গুলি এবং রাউজানে প্রকাশ্যে গুলি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভিসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে গ্রেফতার অভিযানের বিস্তারিত জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
তিনি জানান, বুধবার (৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগ চলাকালে বায়েজিদ বোস্তামী থানার হামজারবাগ এলাকায় সন্ত্রাসীরা প্রবেশ করে প্রকাশ্যে গুলি চালায়। এতে সরওয়ার হোসেন বাবলা নিহত এবং এরশাদ উল্লাহসহ তিনজন গুলিবিদ্ধ হন।
অন্যদিকে, একই রাতে রাউজান উপজেলার কোয়েপাড়া এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সুমন, ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মো. ইসমাইল, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী, যুবদলের সহসভাপতি রবিউল হোসেন রুবেল এবং বিএনপি কর্মী মোহাম্মদ সোহেল গুলিবিদ্ধ হন। ৬ নভেম্বর বিকেলে একই থানার চালিতাতলী এলাকায় প্রতিবন্ধী অটোরিকশাচালক মো. ইদ্রিসকে গুলি করে জখম করে দুর্বৃত্তরা।
সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ এর অধিনায়ক জানান, এসব ঘটনার মূলহোতা হিসেবে সন্দেহভাজন ইশতিয়াক চৌধুরী অভি ও তার সহযোগী জ্যাকি, জনি, রাজ এবং হেলালসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, শুক্রবার সকালে চান্দগাঁও থানার হাজিরপুল এলাকা থেকে সরওয়ার হোসেন বাবলা হত্যা মামলার দুই আসামি মো. আলাউদ্দিন ও মো. হেলালকে গ্রেফতার করা হয়।
এর আগে রাত ১২টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রউফাবাদ আবাসিক এলাকা থেকে প্রতিবন্ধী রিকশাচালক ইদ্রিসের ওপর গুলিবর্ষণের ঘটনায় মো. আরমান আলী রাজকে গ্রেফতার করে র‌্যাব।
একই রাত ১টা ৪০ মিনিটে চকবাজার থানার চন্দনপুরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাউজান গুলিবর্ষণ ও সংঘর্ষের মূলহোতা ইশতিয়াক চৌধুরী অভি, তার সহযোগী জনি ও মাহমুদুল হক জ্যাকিকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।র‌্যাব-৭ এর অধিনায়ক জানান, জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন