৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাতুনগঞ্জে ‘মথ’ বীজে রং মিশিয়ে বানানো হচ্ছে ‘মুগ’ ডাল

অনলাইন ডেস্ক : মথ বীজে রং মিশিয়ে মুগ ডালের নামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) খাতুনগঞ্জের তিন ডাল বিক্রেতার আড়তে অভিযান চালিয়ে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়।অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার এবং রানা দেবনাথ।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের দায়ে একটি ওষুধের দোকানকে ১০ হাজার টাকা ও ক্ষতিকর এবং খাদ্যদ্রব্যে নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোস ব্যবহার করে মিষ্টান্ন তৈরি করায় একটি হোটেলকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।নিরাপদ খাদ্য অধিদপ্তর বলছে- মুগডালে যে রঙের উপস্থিতি মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

আরও পড়ুন