৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

জাহানারার অভিযোগ তদন্তে কমিটি গঠন করল বিসিবি

ক্রীড়া ডেস্ক: কালের কণ্ঠে দেওয়া বিস্ফোরক এক সাক্ষাৎকারে বাংলাদেশ নারী দলে সিন্ডিকেটসহ সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম, নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমান ও অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধে বিস্তর অভিযোগের কথা জানান জাহানারা আলম। তবে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল বিসিবি। এই ধারাবাহিকতায় গতকাল একটি অনলাইন ভিডিওতে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নারী দলের এই পেসার।এবার অবশ্য টনক নড়েছে বিসিবির।মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞতিতে বোর্ড জানিয়েছে, জাহানারার এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।

আরও পড়ুন