আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও চীন গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে এত পারমাণবিক অস্ত্র রয়েছে, যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব।সিএবিএস নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ৬০ মিনিটস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন।
তিনি বলেন, ‘রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও চালাচ্ছে— কিন্তু তারা এসব নিয়ে কিছু বলে না।’ট্রাম্প বলেন, ‘অন্য দেশগুলো পরীক্ষা চালাচ্ছে অথচ আমরাই একমাত্র যারা তা করি না। আমি চাই না আমরা সেই অবস্থায় থাকি।’ তিনি প্রশ্ন তোলেন, ‘আপনি অস্ত্র তৈরি করলেন কিন্তু পরীক্ষা করলেন না— তাহলে জানবেন কীভাবে এটি কার্যকর কিনা?’
সম্প্রতি ট্রাম্প যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি যুক্তি দিয়ে বলেন, ‘আমাদের পর্যাপ্ত পারমাণবিক শক্তি আছে যা দিয়ে পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব। রাশিয়া দ্বিতীয় স্থানে, আর চীন দ্রুত এগিয়ে আসছে।’
সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। তবে পাঁচ বছরের মধ্যে চীন পারমাণবিক সক্ষমতায় যুক্তরাষ্ট্রের কাছাকাছি পৌঁছে যাবে বলেও সতর্ক করেন তিনি।

				
															



