নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নাজিম উদ্দীন (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে সোনাইমুড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত তার সহপাঠী আবু সায়েদকে (১৩) আটক করেছে পুলিশ। নিহত নাজিম উদ্দিন সোনাইমুড়ী উপজেলার চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের বাসিন্দা।
সূত্রমতে, আল মাদরাসাতুল ইসলামিয়া মাখযানুল উলুমের দ্বিতীয় তলার শয়নকক্ষে একসঙ্গে ১৪ জন শিক্ষার্থী থাকে। রাত ৩টার দিকে চিৎকার শুনে ওই কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক আবু রায়হান লাইট জ্বালিয়ে দেখেন নাজিমকে গলা কেটে হত্যা করেছে সহপাঠী আবু সাইদ। বিষয়টি মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত আবু সাইদকে আটক করে নিয়ে যায়।মাদরাসার প্রধান মাওলানা মাসুম বিল্লাহর সঙ্গে এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি পেরেশানিতে আছেন বলে ফোন কেটে দেন।পরে একাধিকবার ফোন দিলেও যোগাযোগ করা যায়নি।স্থানীয়রা জানান, মাদরাসাটির বেশ সুনাম রয়েছে। ক্রিকেট খেলা নিয়ে নাজিম ও আবু সাইদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ঘুমন্ত অবস্থায় নাজিমকে জবাই করে হত্যা করে আবু সাইদ।তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন জানান, আটক আবু সাইদ হেফাজতে রয়েছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





