ক্রীড়া ডেস্ক : বাংলাদেশে খেলাধুলাকে কখনো অর্থনীতির অংশ হিসেবে বিবেচনা করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘চট্টগ্রাম বিভাগীয় জিয়া ফুটবল টুর্নামেন্টের’ গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, ‘স্পোর্টস যে অর্থনীতিতে বড় অবদান রাখতে পারে, তা ব্রাজিল ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো প্রমাণ করেছে। তাদের জিডিপির একটি বড় অংশ আসে স্পোর্টস থেকে। তাই খেলাধুলার উন্নয়ন কেবল ক্রীড়াঙ্গন নয়, অর্থনীতিকেও গতিশীল করবে।’
তিনি বলেন, তারেক রহমানের পরিকল্পনায় দেশের প্রতিটি জেলায় আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কমপ্লেক্সে ফুটবল, ক্রিকেট, হকি ও অন্যান্য খেলার সুযোগ থাকবে। একই সঙ্গে এসব কমপ্লেক্সে ট্রেনারসহ বিভিন্ন পদে কর্মসংস্থানও সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি ‘সফট পাওয়ার’, যা বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। আমরা চাই, ব্রাজিল, আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মতো স্পোর্টসের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে।”
টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। ফাইনালে ট্রাইব্রেকারে হলুদ দলকে হারিয়ে সাব্বিরের নেতৃত্বাধীন নীল দল চ্যাম্পিয়ন হয়।
বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধন করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও সাফজয়ী জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আহ্বায়ক মো. শরীফুল আলম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ভিপি হারনুর রশীদ হারুন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জিয়া ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক জাহেদ পারভেজ চৌধুরী, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও প্রচার কমিটির আহবায়ক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন মিডিয়া কমিটির আহ্বায়ক বিপ্লব দে পার্থ।





