অনলাইন ডেস্ক : মারণ রোগ লিভার ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী দীপিকা কক্কর বর্তমানে চিকিৎসা শুরু করলেও শরীরে দেখা দিচ্ছে নানা নতুন সমস্যা। গত ১০ জুলাই থেকে তার ‘টার্গেটেড থেরাপি’ শুরু হয়েছে। আর সেই থেরাপির জেরেই একাধিক পার্শ্বপ্রতিক্রিয়ার সম্মুখীন হচ্ছেন অভিনেত্রী।ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালটা দীপিকার জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জের।
একটি রিয়্যালিটি শো মাঝপথে ছাড়তে হয়েছিল তাকে। এরপরই ধরা পড়ে লিভার ক্যান্সার। গত মে মাসে অস্ত্রোপচারও হয়। এরপর থেকেই নানা শারীরিক জটিলতা শুরু।সম্প্রতি নিজের এক ভ্লগে তিনি বলেন, ‘শরীরে নানা সমস্যা হচ্ছে, সারা মুখে ঘা। ‘টার্গেটেড থেরাপি’ হলে সাধারণত চুল পড়ে না। তবে আমার ক্ষেত্রে একেবারে অন্য হচ্ছে বিষয়টা।‘সিঁথি ফাঁকা হয়ে যাচ্ছে।
এমন অবস্থা যে শিগগিরই পরচুলা পরতে হবে। থাইরয়েডের পরিমাণও আগের থেকে বেশি।’ এদিকে রক্তপরীক্ষাও করানো হয়েছে অভিনেত্রীর। মানসিক ভাবেও তিনি বিপর্যস্ত।কখনো হাসছেন, কখনো ক্লান্তিতে ঘুমিয়ে পড়ছেন।তবে এই ‘টার্গেটেড থেরাপি’ আরও দেড় বছর চলবে বলে জানিয়েছেন দীপিকা। টানা এই থেরাপি চললে যে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন, সেই আশঙ্কায় শিউরে উঠছেন অভিনেত্রী।
