২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শব্দসৈনিক সুজিত রায়ের ২য় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের অকুতোভয় কণ্ঠশিল্পী বীরমুক্তিযোদ্ধা সুজিত রায়ের ২য় মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৩ অক্টোবর)। ২০২৩ সালের  এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে বীরমুক্তিযোদ্ধা সুজিত রায় মৃত্যুবরন করেছিলেন। প্রয়াত শব্দসৈনিক সুজিত রায় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে অনেক কালজয়ী গানের সাথে তাঁর সম্পৃক্ততা ছিল। এছাড়াও তাঁর সুর ও সংগীত পরিচালনায় অনেক শিল্পী গান গেয়েছেন। তার পুত্র সৌরভ রায়(জন) জানান, বাবার প্রয়ান দিবস উপলক্ষে আমাদের পরিবারের পক্ষ থেকে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন