২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শুকানো হচ্ছিল গাঁজা, অভিযানে লাফ দিয়ে পালালেন ইউপি সদস্য

অনলাইন ডেস্ক : কুমিল্লায় বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ কাউছার (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে উত্তর শশীদল এলাকায় শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।আটক শশীদলের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি নূরুল ইসলামের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য নূরুল ইসলামের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এসময় কাউছারকে আটক করা হয়। পরে কাউছারের দেওয়া তথ্যে ইউপি সদস্য নূরুলের বাড়ির ছাদে তল্লাশি চালাতে গেলে আরো ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় নূরুল ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান।ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ‘পলাতক ইউপি সদস্য নূরুলকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন