বিনোদন ডেস্ক: একসঙ্গে ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা ববি। বুধবার (১৫ অক্টোবর) ববি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিবের সঙ্গে তোলা ৪টি ছবি পোস্ট করেন। ছবিতে জলপাই রংয়ের শার্ট পরেছিলেন শাকিব। আর কালো টিশার্ট পরেছিলেন ববি।তাদের হাস্যোজ্জ্বল ছবির ক্যাপশনে কিছু না লিখলেও সাদা কালো রংয়ের দুটি ভালোবাসার ইমোজির সঙ্গে প্রজাপ্রতি জুড়ে দেন নায়িকা। এরপরই প্রশ্ন উঠল তবে শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন ববি?ভক্তরা তার কমেন্ট বক্সে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। একজন লেখেন, ‘খুব ভালো লাগছে। দুইজনকে মুভি করলে ভালো লাগবে।নতুন মুভি দেখতে চাই।’ আরেকজন লেখেন, ‘চরম অপূর্ব জুটি। রাজত্ব ছবিটা মনে পড়ে গেল।’জানা যায়, এফডিসিতে শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং করছেন।আর ববি করছেন ‘তছনছ’ সিনেমার শুটিং। একই সময় শুটিং চলায় দেখা হয় তাদের। এরপর শুটিংয়ের ফাঁকে এ দুই সেলিব্রেটি আড্ডায় মেতে ওঠেন। আড্ডার পাশাপাশি ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও সামনের কাজ নিয়ে শাকিব-ববির কথা হয়। তবে ফের একসঙ্গে তাদের বড়পর্দায় ফেরার কোনো সম্ভাবনা আছে কি না- তা এখনো জানা যায়নি।
