অনলাইন ডেস্ক: নির্বাচনী প্রচারণার সময় করা নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী বিএনপি নেত্রী আফরোজা আব্বাসকে অব্যাহতি দিয়েছেন আদালত।সোমবার (১৩ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলায় অব্যাহতির আবেদন করেন তাদের আইনজীবীরা।শুনানি শেষে অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় আদালত অব্যাহতির আদেশ দেন।
মামলার তথ্যানুযায়ী, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে ভাঙচুর ও নাশকতার অভিযোগে পুলিশ পল্টন থানায় মামলা দায়ের করে।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস বলেন, আমাদের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিক প্রতিহিংসার ফল। আদালত সত্য উদঘাটন করেছে। আমরা চাই, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সব প্রতিহিংসামূলক মামলা দ্রুত নিষ্পত্তি হোক।
