ক্রীড়া ডেস্ক : ইংল্যান্ডের কাছে অল্প ব্যবধানে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।আজ সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে ভারতের বিশাখাপত্তনমের ড. ওয়াই. এস. রাজশেখর রেড্ডি এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
টুর্নামেন্টে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে দারুণভাবে অভিযান শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুটি ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হারের পর এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ১০০ রানের বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা।আট দলের টুর্নামেন্টে বর্তমানে বাংলাদেশ ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা রয়েছে চতুর্থ স্থানে। তারা প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরেছিল, তবে এরপর নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে টানা দুটি জয় পেয়ে ঘুরে দাঁড়িয়েছে।বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের জন্য দল আত্মবিশ্বাসী, তবে ব্যাটিং পারফরম্যান্সে উন্নতির প্রয়োজন রয়েছে।
রবিবার প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে নাহিদা বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী। যখনই খেলি, জয়ের লক্ষ্যেই খেলি—হারার জন্য কেউ আসে না। আগের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে ধস নেমেছিল, কিন্তু আশা করি আগামী ম্যাচে সেটা ঠিক হবে। ব্যাটিং নিয়ে আমরা কোচদের সঙ্গে ও নিজেদের মধ্যে আলোচনা করেছি, অনুশীলনেও কাজ করছি।আশা করি ব্যাটাররা ঘুরে দাঁড়াবে।’
দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৭৮ রান করেছিল। তৃতীয় ম্যাচে ২২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলটি ১২৭ রানে গুটিয়ে যায়।
দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ব্যাটিং ফর্ম বর্তমানে চিন্তার কারণ। শেষ পাঁচ ইনিংসে তিনি করেছেন মাত্র ৩৩ রান, আর চলমান বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন ২৭ রান।তবে নাহিদা মনে করেন, অধিনায়কের ফর্ম দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে না। ‘আমি সেটা ওইভাবে দেখি না। আমাদের দলে অন্য ব্যাটাররাও আছে যারা পারফর্ম করতে পারে। জ্যোতি আপা সবসময় এমনভাবে খেলেন যে আমাদের অনুপ্রেরণা দেয়। আমি বিশ্বাস করি তিনি পরের ম্যাচ থেকেই ভালো করবেন, ইনশাআল্লাহ,’ বলেন নাহিদা।
বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার বল হাতে চমৎকার পারফরম্যান্স দেখাচ্ছেন, বিশেষ করে ইন-সুইং ডেলিভারিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মারুফার সঙ্গে আরো একজন পেসার—ফারিহা ইসলাম তৃষ্ণা বা রিতু মণিকে দলে রাখা হবে কি না, সে বিষয়ে নাহিদা বলেন, সিদ্ধান্তটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের। তিনি বলেন, ‘এখনো বলা কঠিন আমরা এক বা দুই পেসার নিয়ে নামব কি না। উইকেট ও কন্ডিশন দেখে কাল ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে আমরা বেশি পেসার রাখব নাকি স্পিনার।’
অন্যদিকে দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার তুমী সেখুখুনে বাংলাদেশকে সম্মান জানিয়ে বলেন, বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা করা কঠিন হতে পারে। তিনি বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুব কঠিন হবে। ওরা অনেক স্পিনার নিয়ে নামবে, যা সবসময়ই চ্যালেঞ্জিং। আমরা চেষ্টা করব আগের ম্যাচগুলোর ভুলগুলো ঠিক করতে এবং বল বাই বল করে খেলতে। যদি আমরা সেটি করতে পারি, আশা করি ফল আমাদের পক্ষেই আসবে।’এই ম্যাচের পর আরও তিনটি ম্যাচ বাকি থাকবে বাংলাদেশ দলের। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পাওয়াটা অত্যন্ত জরুরি।
