২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ব্যতিক্রমী কৌশলে প্রচারণা, চাকসু নির্বাচন

অনরাইন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচারণার সময় আছে আর একদিন, শেষ সময় ঘনিয়ে আসায় ক্যাম্পাসজুড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মনোযোগ কাড়তে নিচ্ছেন একের পর এক ব্যতিক্রমী ও সৃজনশীল কৌশল। নির্বাচন যেন শুধু ভোটযুদ্ধ নয়, রীতিমতো এক উৎসব। প্রচারণায় কেউ গাইছেন গান, কেউ সেজেছেন ঐতিহাসিক চরিত্র, আবার কেউ তৈরি করছেন ব্যতিক্রমী ডিজাইনের প্রচারপত্র।শুধু লিফলেট দিয়ে প্রচারণা চালালে ভোটাররা বিরক্ত হোন বলে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রার্থীরা। এভাবে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টায় তারা সফল, সেই সাথে পাচ্ছেন ব্যাপক সাড়া বলে জানিয়েছেন অনেক প্রার্থীই।গতকাল ক্যাম্পাসে চাকসু নির্বাচনের প্রচারণা চালাতে দেখা গিয়েছে হলিউড বড় পর্দার শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনের। তিনি ক্যাম্পাসের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে শুরু করে কলা ফ্যাকাল্টির ঝুপড়ি, লেডিস ঝুপড়ি, সমাজবিজ্ঞান অনুষদের ঝুপড়িসহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় মূখাভিনয়ের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা চালান। চার্লি চ্যাপলিন খ্যাত এই শিক্ষার্থী হলেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদপ্রার্থী উলফাতুর রহমান রাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে এই প্রার্থী রাজশাহীর বিখ্যাত লোকনাট্য গম্ভীরা গানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এ সময় তিনি ‘নানা’ চরিত্রে অভিনয় করে শিক্ষার্থীদের মন জয় করার প্রয়াস চালিয়েছিলেন। এমন ব্যতিক্রমধর্মী প্রচারণার বিষয়ে জানতে চাইলে উলফাতুর রহমান রাকিব বলে, “আমি যখন শিক্ষার্থীদের দুয়ারে দুয়ারে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছি তখন তাদেরকে বেশ বিরক্ত হতে দেখেছি। তাই শিক্ষার্থীদের আনন্দের মাধ্যমে জানাতে এবং সাংস্কৃতিক অঙ্গনে আমার দক্ষতা প্রমাণে আমি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এর আগে আমি ‘নানা’ চরিত্রে অভিনয় করেছি এবং আজকে চার্লি চ্যাপলিনের আদলে মূখাভিনয়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা চালিয়েছি।”
স্কেটিং করে নির্বাচনী প্রচারণা : ব্যতিক্রমী প্রচারণার মাধ্যম হিসেবে স্কেটিংকে বেছে নিয়েছেন চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী অন্তর মন্ডল। তিনি আজ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্কেটিং করে শিক্ষার্থীদের মাঝে চালিয়েছেন তার নির্বাচনী প্রচারণা। এসময় তাকে বাঙালি সংস্কৃতির অংশ লুঙ্গি পরিহিত অবস্থায় দেখা যায়। সাংস্কৃতিক ক্ষেত্রে তিনি যে অনন্য এবং ব্যতিক্রম এমন প্রমাণ করতেই তার এই ব্যতিক্রমী উদ্যোগ।
তিনি বলেন, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে ও আনন্দ দিতেই আমার ওই ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা। আমি শিক্ষার্থীদের থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, আমি আশাবাদী আমি নির্বাচিত হবো।
ফুসফুসের আদলে লিফলেট : নির্বাচনী প্রচারণায় ভিন্নতা আনতে এবার ব্যতিক্রমী লিফলেট তৈরি করেছেন শিবির সমর্থিত প্যানেলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আফনান হাসান ইমরা। তিনি তার লিফলেট ফুসফুসের আদলে তৈরি করেছেন। যেখানে তিনি তার ইশতেহার এবং প্রত্যাশার কথা তুলে ধরেছেন। যেহেতু তিনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাই ফুসফুসের আদলে এমন লিফলেট তৈরি করেছেন বলে জানিয়েছেন তিনি।
দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন উৎসবমুখর। শাটল ট্রেন থেকে শুরু করে হল, অনুষদ, ক্যাফেটেরিয়া সবখানেই চলছে প্রার্থীদের নানা কৌশলের প্রচারণা। ভোটারদের আনন্দ দিতে এমন সব অভিনব উদ্যোগ নির্বাচনী প্রচারণায় যোগ করেছে এক রঙিন, আনন্দমুখর মাত্রা।

আরও পড়ুন