২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বহুল প্রতিক্ষীত সিনেমা “বান্ধব”

বিনোদন ডেস্ক: বন্দর নগরী চট্টগ্রামের সন্তান সুজন বড়ুযা’র বহুল প্রতিক্ষীত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে ৩ অক্টোবর মুক্তি দিয়েছেন সিনেমাটি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ কুমার বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার।
চট্টগ্রামের সন্তান আবুল বাশার (হাবিব খান) বলেন, আমি ছোটবেলা থেকেই অভিনয় ভালোবাসি কিন্তুু কখনোই সুযোগ হয়ে উঠে নাই। কিন্তু “বান্ধব” এর গল্প শুনে প্রথমে প্রযোজনা করার সিদ্ধান্ত নেই। শুটিং যখন শুরু হলো তখন নিজের অভিনয়ের সুপ্ত ইচ্ছেটাকে আর ধরে রাখতে পারিনি । তিনি আরো বলেন বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো গল্পরের সিনেমার খুবিই সংকট। এজন্য সিনেমাটা আর আটকে রাখতে চাইনি । সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিলাম সিনামাটি।
এদিকে সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী চট্টগ্রামের সন্তান পরিচালক সুজন বড়ুযা। তিনি বলেন, ‘আমি অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে ০৩ অক্টোবর মুক্তি পায়েছে আমার চলচ্চিত্র “বান্ধব ” বুকের ভিতর অন্য রকম এক শান্তি অনুভব করছি. আশা করি সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন। আরো ভালো লাগছে রাজধানী ঢাকার পর আমার মাতৃভুমি বন্দর নগরী চট্টগ্রামে সুগন্ধা সিনেমা হলে ১০ অক্টোবর থেকে চলবে। আসলে চলচ্চিত্র হলো আমাদের আশেপাশে ঘটে যাওয়া মানুষের কথা বলে যেমন কোন প্রেমের চলচ্চিত্র দেখে মনে ভেতর প্রেম ভালোবাসা জাগ্রত হয়, আবার কষ্টের চলচ্চিত্র দেখলে মনের মাঝে কষ্টের উদয় হয়, ঠিক তেমনি আমার চলচ্চিত্র “বান্ধব” দেখে মানুষ বুঝতের পারবে জন্ম পরিরিচয়হীন একটা সন্তান বেচে থাকলে তার জীবনে কি কি ঘটতে পারে।
পরিশেষে বলবো “বান্ধব” সম্পুর্ন গল্পনির্ভর চলচ্চিত্র।
এ চলচ্চিত্রের আরেকজন প্রযোজক চট্টগ্রামের সন্তান অনুপ কুমার বড়ুয়া। তিনি বলেন চলচ্চিত্রটি গল্প শুনে প্রেমে পরে যাই এবং প্রযোজনায় নাম লিখাই। খুব ভালো লাগছে আমার চট্টগ্রামবাসিকে আমাদের চলচ্চিত্র “বান্ধব” ১০ই অক্টোবর থেকে দেখাতে পারছি। আমি আশা করি আপনারা হলে এসে চলচ্চিত্রটি উপভোগ করবেন কারন “বান্ধব” দেখে প্রতিটা মানুষের বিবেক জাগ্রত হবে।ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়।
মুল চরিত্রে অভিনেত্রী মৌ খান। আরও অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা গাজী রাকায়েত, আরো আছেন রেবেকা রউফ. জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান. আসমা শিউলি. আরফান. সাহেলা, সানজি, সোহেল, রাজ সাগর.রুবেল উর্মি. অপর্ণা.প্রমুখ।
বান্ধবে পাঁচটি গান রয়েছে। যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শ্রদ্ধায় শেখ সাদী খান ও এম এ রহমান।গান গুলোতে কন্ঠ দিয়েছেকোনাল. বেলি আফরোজ, আশিক. চৈতী মুৎসুদ্দী।

আরও পড়ুন