২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শ্রীলঙ্কায় প্রথম এআই-চালিত হোটেল উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার পর্যটন খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশটিতে উদ্বোধন করা হয়েছে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত হোটেল ‘গ্র্যান্ড সারেনডিব কলম্বো’। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র, প্রবাসী কর্মসংস্থান ও পর্যটনমন্ত্রী বিজিথা হেরাথ। উদ্বোধনী অনুষ্ঠানে এবিইসি কম্পানির ২০তম বার্ষিকীও উদযাপন করা হয়।শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ সনাথ জয়াসুরিয়া এবং এবিইসি প্রিমিয়ার দিলিপ কে. হেরাথ মন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।মন্ত্রী বিজিথা হেরাথ বলেন, ‘এই প্রকল্পটি শ্রীলঙ্কার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ, যা দেশের পর্যটন খাতের ক্রমবর্ধমান সম্ভাবনাকে তুলে ধরে। কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোজনের মাধ্যমে এটি আমাদের স্মার্ট হসপিটালিটি ও পর্যটন শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ ড. হার্শা দে সিলভা, প্রফেসর, কূটনীতিক এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি এই প্রকল্পের শ্রীলঙ্কার পর্যটন ও উদ্ভাবন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব প্রতিফলিত করেছে।এই প্রকল্পের মাধ্যমে শ্রীলঙ্কা পর্যটন খাতে প্রযুক্তি ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে।

আরও পড়ুন