১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

যে শর্তে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করবে ইউক্রেন

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আজ শুক্রবার নোবেল শান্তি পুরস্কার না জেতেন, তাহলে ইউক্রেনের সমর্থনে তিনি আগামী বছর আরেকটি সুযোগ পেতে পারেন। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে সহায়তা করলে ইউক্রেন ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করবে। খবর রয়টার্সের।এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, ‘যদি ট্রাম্প বিশ্বকে বিশেষ করে ইউক্রেনের জনগণকে — এমন এক যুদ্ধবিরতির সুযোগ দেন, তাহলে হ্যাঁ, তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা উচিত।আমরা ইউক্রেনের পক্ষ থেকে তাকে মনোনীত করব।’তবে কিয়েভই একমাত্র সরকার নয়, যারা ট্রাম্পের নোবেল পুরস্কার জয়ের আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে কূটনৈতিক প্রচারণা চালাচ্ছে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-টে মঙ্গলবার বলেছেন, যদি ট্রাম্প চীনকে দ্বীপটির বিরুদ্ধে শক্তি প্রয়োগ থেকে বিরত রাখতে রাজি করাতে পারেন, তবে তিনি এই সম্মানের যোগ্য।

আরও পড়ুন