২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইন্দোনেশিয়ায় মাদরাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদরাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ২৬ জন। যত সময় যাচ্ছে তাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে। এর আগে গত সোমবার আসরের নামাজ চলাকালীন হঠাৎ ভবনটির একটি অংশ ধসে পড়ে।দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার অপারেশন ডিরেক্টর যুধি ব্রামান্তিও এক বিবৃতিতে বলেন, রবিবার সকাল পর্যন্ত ১৪১ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় এবং ৩৭ জন মারা গেছেন। তিনি আরো জানান, এ ঘটনায় এখনো ২৬ জন নিখোঁজ রয়েছেন। পৃথক এক বিবৃতিতে স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানং সিগিত মৃতের সংখ্যা ৩৭ বলে নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিম্নমানের নির্মাণের ভবনটি ধসে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা। নিখোঁজদের জীবিত উদ্ধারের সর্বোত্তম সময় ৭২ ঘণ্টা পার হওয়ার পর গত বৃহস্পতিবার উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি দিয়েছেন নিখোঁজদের পরিবার। এর আগে গত সোমবার ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের ওই মাদরাসা ভবন ধসে পড়ে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় মাদরাসার শিক্ষার্থীরা আসরের নামাজের জন্য জমায়েত হচ্ছিলেন।

আরও পড়ুন