বিনোদন ডেস্ক : আরও ৯৮টি বাচ্চার মা হতে চান ঢালিউডের সুন্দরী নায়িকা পরীমণি। সম্প্রতি রুম্মান পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ দশম পর্বে হাজির হয়েছিলেন নায়িকা। রশীদ খানের সঞ্চালনায় জনপ্রিয় এ অনুষ্ঠানে দীর্ঘ আলাপে তিনি একথা জানান। প্রায় ১০০ মিনিটের ওই কথোপকথনে তিনি এমন কিছু কথা বলেছেন, যা আগে কখনো বলেননি। পরীমণি বলেন, ‘আমি এখন অনেক ভেবেচিন্তে কাজ করি। যেটা আগে করতাম না।’ এর আগে অভিনেত্রী বলেছিলেন, এই বদলে যাওয়া তার সন্তানদের জন্য।
নায়িকা বলেন, ‘এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না; কিন্তু এখন আমি মাসে একটা সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন সন্তানরা বড় হয়ে ভোগ করতে পারে। আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে! তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই।’
‘আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন। ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।’
কথার ফাঁকে অভিনেত্রী জানান, সিনেমায় অভিনয়ের আগে তিনি নাচের স্কুলে ভর্তি ছিলেন। তবে সেখানে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে মুগ্ধ হয়ে রীতিমতো পালিয়ে গিয়ে আর স্কুলে ফিরে যাননি। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।
পরীমণির জন্ম ১৯৯২ সালে নড়াইলে। ছোটবেলায় মা এবং পরে বাবা হারিয়ে তিনি পিরোজপুরে নানার কাছে বেড়ে ওঠেন। ২০১১ সালে ঢাকায় আসেন, নাচ শিখেন, মডেলিং এবং ছোট পর্দার নাটকে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে রূপালী পর্দায় অভিষেক ঘটে।
পরীমণির চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে বলা হয়, মাত্র ২৪টি ছবিতে অভিনয় করেছেন এবং মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে বেশিরভাগ বক্স অফিসে সাফল্য পায়নি। তবে চলচ্চিত্রাঙ্গন ও প্রভাবশালী মহলের সংস্পর্শে তিনি আজ ব্যাপকভাবে পরিচিত।
নাটক ও সিনেমার চেয়ে তার ব্যক্তিগত জীবন, প্রেমের সম্পর্ক এবং মিডিয়ায় চলাচল পরীমণিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখে। তিনি নিজেও বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় তার পারিবারিক জীবনের নানা গল্প, ভালো লাগা, আবেগ—তার ভক্তদের সঙ্গে শেয়ার করতে পছন্দ করেন।
