২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল গৃহকর্মীর

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারীতে বিদ্যুৎ স্পৃষ্টে পপি রানী নাথ (৪০) নামের এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত পপি রানী নাথ ওই এলাকার সুজিত কুমার নাথের স্ত্রী।বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য নেজাম উদ্দিন।
জানা গেছে, নাথ পাড়া পূজা মন্ডপের পাশের বাড়িতে সুজিত কুমার নাথের বসতঘরে বৈদ্যুতিক তারের সাথে জানালা বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন পপি রানী নাথ। এতে গুরুতর আহত হন তিনি। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পৌরসদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় পপি রানীকে চিকিৎসক চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তার মৃত্যু হয়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হাসান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে চমেক হাসপাতালের রিপোর্টের অপেক্ষায় আছি। রিপোর্ট হাতে আসলে এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন