২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে আজও অবরোধ চলছে, ১৪৪ ধারা অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে ডাকা সড়ক অবরোধ চতুর্থ দিনের মতো আজ মঙ্গলবারও অব্যাহত রয়েছে। একই সঙ্গে জেলার সদর ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারাও বহাল রয়েছে। তবে চট্টগ্রাম-খাগড়াছড়ি ও ঢাকা-খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল করা হলেও দূরপাল্লার বাস চলাচল শুরু হয় নি। অভ্যন্তরীণ সড়কগুলোতে চলাচল করছে কিছুসংখ্যক সিএনজিচালিত অটোরিকশা-ইজিবাইক। এছাড়া সনাতন ধর্মালম্বীদের স্ব-স্ব দুর্গাপূজা মণ্ডপে যেতে দেখা গেছে।এই বিষয়ে জেলা প্রশাসক এ বি এম ইফতেখার উদ্দিন খন্দকার বলেন, অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।
এর আগে মঙ্গলবার রাত ৯টায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শয়ন শীল নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। এর পর থেকে অবরোধ শুরু হয়।

আরও পড়ুন