সংবাদ বিজ্ঞপ্তি : ইন্টারন্যাশনাল পার্লামেন্ট ফর সেফ্টি পিস এণ্ড জার্টিস (আইপিএসপিজে) এশিয়া বাংলাদেশের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোস্তফা আলম এক বিবৃতিতে “ভারতের দূর্গাপূজা মন্ডপে ড. ইউনুস, ডোনাল্ড ট্রাম্প ও শাহ্বাজ কে নিয়ে প্রতিমা তৈরির নিন্দা” জানিয়ে উল্লেখ করেন-ভারত এশিয়া মহাদেশের একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ। সে হিসেবে কুটনৈতিক শিষ্টাচার মানা রাষ্ট্রীয় দায়িত্ব। সকল ধর্মের উৎসব আমরা আশা করি। হিন্দু ধর্মের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গাপূজা। পূজা কোন তামাশা নয়। ভারতের পশ্চিম বঙ্গের বহরপুরে দুটি দূর্গাপূজার মন্ডপ বিতর্কিত প্রতিমার জন্য আলোচনা সমালোচনার কেন্দ্রে পরিণতি হয়েছে। এ পূজা মন্ডপগুলোতে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিমূর্তি দেখানো হয়েছে। খাগড়া শ্মাশানঘাট দূর্গাপূজা কমিটি তাদের প্রতীমায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেছে নিয়েছে। খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের মন্ডপে নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তবর্তীখালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কে এবং তার পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিচ্ছিন্ন মাথা প্রতীমাতে সংযুক্ত করেছে। এ ধরণের কর্মকাণ্ড প্রমাণ করে কুটনৈতিক শিষ্টাচারও মানছে না ভারত। আইপিএসপিজে এশিয়া বিশ্বের একটি মানবাধিকার, শান্তিরক্ষা এবং গণতন্ত্র রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখা এ সংগঠনের প্রধান কাজ। ভারতের এ প্রতীমাগুলো বিশ্বের বিভিন্ন দেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। আমাদের সংগঠন মনে করে একটি ধর্মীয় উৎসব রাজনীতি টেনে আনা অনুপযুক্ত তাই সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই নিয়ে বিতর্কের শেষ নেই। নয়া দিল্লীকে এ বিষয়ের আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তির জন্য এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ভবিষ্যতে এ জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য এ সংগঠন আন্তর্জাতিক সম্প্রদায়ের সুদৃষ্টি কামনাকরেন। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
