২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রতিবাদে সড়কে অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি : স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে খাগড়াছড়িতে সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ। জুম্ম ছাত্র-জনতার ডাকা এ অবরোধে দূরপাল্লার সব যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া জেলার অভ্যন্তরীণ সড়কগুলোতেও গাড়ি চলছে না। এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ঘোষণা অনুযায়ী ভোর ৫টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। অবরোধ সমর্থনে শহরের চেঙ্গী স্কয়ার, জিরোমাইল, বলপাইয়া আদামসহ খাগড়াছড়ি-চট্টগ্রাম, পানছড়ি, দীঘিনালা ও মহালছড়ি সড়কের বিভিন্ন স্থানে লোকজন টায়ার পুড়িয়ে ও গাছ ফেলে সড়কে ব্যারিকেড তৈরি করেছে। জেলার গুইমারা, রামগড় ও মানিকছড়িতেও অবরোধ পালনের খবর পাওয়া গেছে।
এদিকে যান চলাচল বন্ধে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।বিশেষ করে পর্যটকরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, ব্যারিকেড অপসারণ করে জনজীবন স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে অষ্টম শ্রেণির এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পরের দিন সকালে সেনাবাহিনীর সহায়তায় সন্দেহভাজন যুবক শয়ন শীলকে আটক করে পুলিশ। বর্তমানে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন