২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

উখিয়ায় বন বিভাগের অভিযানে ৬০ বক উদ্ধার

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে ৬০টি বক উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উখিয়া বন রেঞ্জের সদর বনবিটের মাছকারিয়া ডেবা এলাকা থেকে বকগুলো উদ্ধার করা হয়।পরে এগুলো প্রকৃতিতে অবমুক্ত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মন্নান।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকজন সশস্ত্র ব্যক্তি নিয়মিতভাবে বক ও অন্যান্য বন্যপ্রাণী শিকার করে আসছে। এদের মধ্যে রিদুওয়ান, জালাল উদ্দিন ওরফে পুতিয়া, রুবেল, জাহাঙ্গীর, তৈয়ব ও বাক্কাসের নাম উল্লেখ করেন তারা।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘শিকারিরা প্রায়ই ডেবা এলাকায় জাল পেতে বকসহ নানা বন্যপ্রাণী ধরে নিয়ে যায়। আমরা বন বিভাগকে জানালেও অনেক সময় তারা দেরিতে আসে।’
আব্দুল মন্নান বলেন, ‘কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা বকগুলো বিকেলে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।’
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী বকসহ যেকোনো বন্যপ্রাণী শিকার, আটকে রাখা বা হত্যা করা দণ্ডনীয় অপরাধ। বন বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কঠোর অভিযান চালানো হবে।

আরও পড়ুন