২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

অপপ্রচার গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে : পুলিশ সুপার

চন্দনাইশ প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা পরিস্থিতি ও প্রস্তুতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু। সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি পূজামণ্ডপগুলো ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় পুলিশ সুপার মণ্ডপে প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ সংযোগ, সিসি ক্যামেরা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটির প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সাধারণ মানুষের উদ্দেশে পুলিশ সুপার বলেন, ‘চট্টগ্রাম জেলা পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আপনাদের পাশে আছে। পূজা উদ্‌যাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। অপপ্রচার, উসকানি বা গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে। যাচাই না করে কোনো খবরের প্রতিক্রিয়া দেখানো উচিত নয়।’তিনি আরও বলেন, দুর্গাপূজাকে ঘিরে সর্বস্তরের মানুষ যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. জোনায়েত কাওসার, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম বার, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ, চন্দনাইশ থানার ওসি গোলাম সারোয়ার, জেলা গোয়েন্দা শাখার ওসি কাওছার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন