২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নচিকেতাকে ধমক দিয়ে যা বললেন মমতা

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা। শুধু ওপার বাংলায় নয়, এই বাংলায়ও সমান জনপ্রিয় জীবনধর্মী গানের অন্যতম এই গায়ক। তবে জীবনধর্মী গান গাইলেও নিজের জীবনের প্রতি খুব একটা যত্নশীল কখনো ছিলেন না নচিকেতা। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নচিকেতাকে সেটাই যেন মনে করিয়ে দিলেন।অনেকটা ধমকের সুরে শাসনও করলেন গায়ককে।
নিউজ ১৮ বাংলার শেয়ার করা একটি ভিডিওতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘নচি একটু খাওয়াদাওয়া করো।’ তারপর দর্শকদের দিকে তাকিয়ে বলেন, ‘আপনারা তো চান ও বেঁচে থাকুক, প্রতিবছর এসে গান করুক। শরীরটা যদি ঠিক না রাখে তাহলে কিভাবে হবে? আমাকে বললে আমি তো ওর ডায়েটটা করে দিতে পারি।কথা শোনে না।’ এরপর তিনি ফের গায়কের দিকে চেয়ে বলেন, ‘আর কত রোগা হবে? ঠিকমতো খাওয়াদাওয়া করো। তোমায় প্রোটিন খেতে হবে। তোমার হিমোগ্লোবিনও কম।
তারপর মুখ্যমন্ত্রী নিজের কথা বলেন, ‘আমারও হিমগ্লোবিন একটু কম আছে। তবে আমার সময় হয় না। সকালে বেরিয়ে গিয়ে রাতে বাড়ি ঢুকলে তিন বেলার খাবার তো খেতে পারি না। এক বেলা খেতে পাই। আর ভাত-রুটি তো আমি খাই না প্রায় ২০ বছর হয়ে গিয়েছে।আমি অল্প অল্প খাই তাও। কিন্তু আমি আমার মতো করে চলি।’
উল্লেখ্য, সম্প্রতি নচিকেতার বিরুদ্ধে করা এক মামলা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট। অভিযোগ ছিল, এক লাইভ কনসার্টে ভগবান রামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন নচিকেতা, যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে এবং জনগণের মনে উত্তেজনা ছড়াতে পারে। দুই বছর আগে করা সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর না করায় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সংগঠনের এক নেতা। তবে হাইকোর্ট জানিয়ে দিয়েছেন, অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই, তাই এফআইআর করার কোনো ভিত্তিই তৈরি হয়নি। ফলে নিম্ন আদালতের দেওয়া রায়কেই বহাল রাখেন হাইকোর্ট।

আরও পড়ুন