২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে বিয়ে দিতে চাওয়ায় উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ইসমা নিজ ঘরের সিলিংয়ের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেয়।সে পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর মোহাম্মদের বাড়ির মো.ইব্রাহিমের মেয়ে। সম্প্রতি একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল ইসমা।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে মেয়েটির ঝুলন্ত লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মেয়েটি পড়ালেখা করতে চেয়েছিল। সম্প্রতি কলেজে ভর্তি হয়। এরমধ্যে তার মা-বাবা বিয়ে দিতে চাওয়ায় অভিমানে গলায় ফাঁস দেয় বলে জানা গেছে।

আরও পড়ুন