২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের দাবি

চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় মানববন্ধন, মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন ও মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, সম্প্রতি চন্দনাইশ এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ তিনজন প্রাণ হারান। এ ঘটনায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয় এবং মহাসড়ক দ্রুত ছয় লেন করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আলমগীর, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো. এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন, জামায়াত নেতা মো. ফয়সালসহ ছাত্রনেতা জাবেদ হোসেন, রবিউল হোসেন, সাইমন, করিম, হামিম, আবদুল করিম, ছোটন, মনির আহমদ, তাসিফ, মাসুদ ও জাহাঙ্গীর প্রমুখ।

আরও পড়ুন