২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সংবিধান বদলাতে না দিলে দেশে আবার গণ-অভ্যুত্থান ঘটবে : সারোয়ার তুষার

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, এই ‘৭২-এর সংবিধান আপনারা যদি টিকিয়ে রাখেন, এই সংস্কারকে আবারও সাংবিধানিক ধারাবাহিকতার ভেতরে ঢোকাতে চান, আবারও বাংলাদেশে গণ-অভ্যুত্থান ঘটবে— যদি এই সংবিধান আপনারা বদলাতে না দেন।সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।
সারোয়ার তুষার বলেন, এই সংবিধানের ভেতরেই গণ-অভ্যুত্থান ঘটার সব শর্ত রয়ে গেছে। এই সংবিধানই এক ব্যক্তিকে প্রেসিডেনশিয়াল সিস্টেম থেকে প্রধানমন্ত্রী শাসিত সিস্টেমে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দিয়ে দিয়েছেন।তুষার আরো বলেন, প্রধানমন্ত্রীর মধ্য দিয়ে একটা সংসদীয় স্বৈরতন্ত্র এখানে কায়েম হয়েছে। এখানে কোনো গণতন্ত্র কায়েম হয়নি। আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চাই।

আরও পড়ুন