নিউজ ডেস্ক: মীরসরাইয়ের সন্তান আরিফুল হাসান আরিফ মীরসরাই সমিতি ইউএসএ ইন্ক. (Mirsarai Association USA Inc.) এর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মীরসরাই সমিতি ইউএসএ ইন্ক এর ২০২৫–২০২৭ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এদিকে আরিফুল হাসান আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন newschattogram24.net পরিবার। এছাড়া মীরসরাই সমিতি ইউএসএ ইন্ক. (Mirsarai Association USA Inc.) এর নর্বনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে newschattogram24.net এর পরিবার অভিনন্দন জানিয়েছেন।newschattogram24.net পরিরবার বিশ্বাস করে নবনির্বাচিত কমিটি আলোকবর্তিকা হয়ে মীরসরাইবাসীকে উদ্ভাসিত করবে।একই সাথে নব নির্বাচিত কমিটির যোগ্য ও দূরদর্শি নেতৃত্বে মীরসরাই সমিতি ইউএসএ ইন্ক আরো সামনের দিকে এগিয়ে যাবে, মানবতার কল্যানে কাজের মাধ্যমে মিরসরাইকে বিশ্ব দরবারে তুলে ধরবে।
