১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বন্দরে কাপড় চুরির দায়ে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকায় থাকা একটি কনটেইনার থেকে ৭ রোল কাপড় চুরির দায়ে একজনকে আটক করেছে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বাহিনী। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।আটক ব্যক্তির নাম মো. সাইফুল ইসলাম রুবেল (৩৪)।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, আটক হওয়া ব্যক্তি তার নিজের ট্রাক নিয়ে একটি কোম্পানির শিট কয়েল পরিবহনের জন্য বন্দরে প্রবেশ করে। বন্দরের জিসিবি এলাকায় ১৩ নম্বর শেডে পণ্য আনস্টাফিংয়ের জন্য একটি কনটেইনার রাখা ছিল। ওই ব্যক্তি কন্টেইনারের সিল ভেঙে কন্টেইনারের মালামাল চুরির সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। বন্দর নিরাপত্তা বিভাগের কর্মীরা দ্রুত সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে। তার কাছ থেকে সাতটি কাপড়ের রোল ছাড়াও চার পিস ইয়াবাও পাওয়া গেছে। তার খোলা ট্রাকটিও জব্দ করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আটককৃত ব্যক্তিকে বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন