১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দিল্লি থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক : নির্বাচন বানচালে আওয়ামী লীগ দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ। তবে জনগণ তা প্রতিহত করবে। তখন আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে।’ একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ জন্মের পর থেকেই সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। ভারতে বসে শেখ হাসিনা যেসব কথাবার্তা বলছে, যেসব কার্যকলাপ করছে, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে (শেখ হাসিনা) যদি ক্ষমা চেয়ে বলতো আমরা ভুল করেছি, কিছু ভালো লোককে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে ভালো হতো।দলটি নিজেরাই নিজেদের ক্ষতি করছে।’ দুই ছাত্র উপদেষ্টার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, ‘তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি। ড. ইউনূসের দায়িত্ব হবে নিরপেক্ষতা বজায় রাখতে তাদের সরিয়ে দেওয়া। তা না হলে প্রশ্ন উঠবেই।তিনি বলেন, ‘নির্বাচন হওয়া নিয়ে সবার সমর্থন করা উচিত। অন্যথায় এই জাতি চরম বিপদের সম্মুখীন হবে। যেটা কাটিয়ে ওঠা এই জাতির জন্য সম্ভব হবে কিনা সন্দেহ আছে।’

আরও পড়ুন