কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে মোঃ শাহীন (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটেছে। শাহীন নামের ওই যুবক বড়ইছড়ি এলাকার বাসিন্দা মোঃ শহীদুল্লাহর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোঃ শাহীন নামের ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
