৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পটিয়ার দর্জি খুনের প্রধান আসামি ফেনী থেকে গ্রেফতার

পটিয়া প্রতিনিধি: পটিয়ায় দর্জি উজ্জ্বল দে খুনের প্রধান আসামি সান্তু মহাজনকে (২১) অবশেষে গ্রেফতার করা হয়েছে৷ সে পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের বসুদেব মহাজনের পুত্র। গভীর রাতে র‍‍্যাব-৭ ও পটিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে খুনের মূলহোতাকে ফেনী থেকে গ্রেফতার করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পটিয়া থানার উপ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান জানান, গত ৩১ মে দর্জি উজ্জল দে (৫৪) খুন হয়। এ ঘটনায় উজ্জ্বলের স্ত্রী বাদী হয়ে ১ জুন পটিয়া থানায় সান্তু মহাজনকে প্রধান আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় দীর্ঘদিন পর ফেনী থেকে বৃহস্পতিবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন