৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফের ৩ ফিশিংবোটসহ ১৮ জেলে অপহৃত সেন্টমার্টিনে 

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের বাদর হাচা এলাকায় সাগরে মাছ ধরার সময় তিনটি ফিশিংবোটসহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি। রোববার (৩১ আগস্ট) সকাল ৬টার দিকে দ্বীপের দক্ষিণ-পশ্চিম সাগর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।অপহৃত জেলেরা হলেন— সেন্টমার্টিন গলাচিপা এলাকার আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মো. তাহের, মতলব, হাফেজ আহমদ, মো. আমিন, সালাউদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মো. আলম, সাব্বির ও তৈয়ুব। তারা স্থানীয় আবছার, আবু তাহের ও আলমগীরের মালিকানাধীন ফিশিংবোটে মাছ ধরতেন বলে জানা গেছে।বর্তমানে তিনটি ফিশিংবোট মিয়ানমারের অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া এলাকার পাতনজা ঘাঁটিতে রয়েছে বলে তথ্য মিলেছে।
সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ বলেন, ‘সাগরে মাছ ধরার সময় আরাকান আর্মির দু’টি স্পিডবোট এসে জেলেসহ তিনটি ফিশিংবোট ধরে নিয়ে যায়। সোমবার সকালে ঘাটে ফেরা অন্য জেলেদের কাছ থেকে বিষয়টি জানতে পারি। এরপরই কোস্টগার্ড, বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে।’উল্লেখ্য, চলতি মাসের ৫ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীরা আরও ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে।

আরও পড়ুন