ফটিকছড়ি প্রতিনিধি: স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। এতে রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সসহ চট্টগ্রাম শহর ও খাগড়াছড়ি জেলাগামী বিভিন্ন যানবাহনে কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েন।
আজ সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অবরোধ চালাকালে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী ও থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম উপস্থিত হয়ে অবরোধকারীদের আলোচনার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়।আন্দোলনকারী আকিব হাসান মাহি বলেন, ‘ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, প্রয়োজনীয় ওষুধের অভাব এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম না থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’
আন্দোলনরতরা বলেন, স্বাস্থ্যব্যবস্থা সংস্কারের ১২ দাবিতে আমরা গত এক সপ্তাহ ধরে নানা কর্মসূচি পালন করলেও স্বাস্থ্য বিভাগ কোনো কর্ণপাত করেনি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা না হলে আমরা ফটিকছড়ির মানুষকে সঙ্গে নিয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলব।
