১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

কুয়েতে সরকারিভাবে লাখ টাকা বেতনে চাকরির সুযোগ, আবেদন যেভাবে

অনলাইন ডেস্ক: সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কুয়েতের স্বাস্থ্যখাতে নার্স পদে পুরুষ/নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি দিয়েছে বোয়েসেল। বিজ্ঞপ্তিতে বোয়েসেল জানিয়েছে, বিএসসি (নার্স) পদে ২০ জন পুরুষ এবং ৩০ জন নারী নিয়োগ দেওয়া হবে। এই পদের মাসিক বেতন ৩২০ কুয়েতি দিনার (১ কুয়েতি দিনার ৩৯৭ টাকা)। অপরদিকে ডিপ্লোমা (নার্স) পদে ১০ জন পুরুষ এবং ৪০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এই পদের মাসিক বেতন ২৮০ কুয়েতি দিনার (১ কুয়েতি দিনার ৩৯৭ টাকা)। উভয় পদের জন্য চাকরিপ্রার্থীদের বিএসসি/ডিপ্লোমা সনদ ইস্যুর তারিখ হতে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ (তিন) বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির শর্তাবলি
(১) প্রার্থীদের অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে;
(২) সংশ্লিষ্ট কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;
(৩) প্রার্থীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে;
(৪) চাকরির চুক্তি ৩ (তিন) বৎসর (নবায়নযোগ্য);
(৫) শিক্ষানবিশকাল ৩ (তিন) মাস;
(৬) বাৎসরিক ইনক্রিমেন্ট প্রথম বছর শেষে ১৫ ‍কুয়েতি দিনার এবং দ্বিতীয় বছর শেষে ১৫ কুয়েতি দিনার;
(৭) প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কম্পানি বহন করবে;
(৮) প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কম্পানি গ্রহণ করবে;
(৯) কম্পানির আয়োজনে খাবারের ব্যবস্থা থাকবে অথবা খাবার বাবদ প্রতিমাসে ২৫ কুয়েতি দিনার প্রদান করা হবে;
(১০) চাকরিতে যোগদানের বিমানভাড়া কর্মীর নিজ এবং চুক্তির মেয়াদ শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে;
(১১) অন্যান্য শর্তাবলি কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
অন্যান্য তথ্যাবলী: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত সার্ভিস চার্জ ৫৬,৩৫০/- টাকা প্রদান করতে হবে। এছাড়াও গামকা হতে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এ ছাড়া কুয়েত দূতাবাস, ঢাকা থেকে ভিসা স্ট্যাম্পিং ফিসহ আনুসাঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ‘BLS (Basic Life Support)’ প্রশিক্ষণের বৈধ সনদ থাকা আবশ্যক।

আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদনে ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে ‘work experience’ এর ধাপে ‘upload personal ev’-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে। আগামী ২০ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ ১০০ টাকা ও চার্জ পরিশোধ করতে হবে।
উল্লেখ্য, ভিসা ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় ‘Win’ কাগজপত্রাদি দাখিলের পর প্রার্থী কুয়েত গমনে অনীহা প্রকাশ করলে বোয়েসেল-এ দাখিলকৃত পে-অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের সকল কাগজপত্রাদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়নের পর কুয়েত দূতাবাস, ঢাকা থেকে সত্যায়িত করতে হবে। কুয়েতী নিয়োগকারী কর্তৃপক্ষের আরোপীত শর্তানুসারে সরকারি চাকরিরত নার্সদের আবেদন করার প্রয়োজন নাই।
বোয়েসেল-এর কোনো এজেন্ট/সাব-এজেন্ট নেই, আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন এবং বোয়েসেল কর্মী নির্বাচনে নিজে সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন