১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষণ মামলা: মানিকগঞ্জে ছাত্রদল নেতাকে বহিষ্কার

অনলাইন ডেস্ক: ধর্ষণ মামলার পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ছাত্রদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার রাতে জানানো হয়, ধল্লা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রউফুল মুন্সিকে বহিষ্কার করা হয়েছে।রউফুল মুন্সি সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামের বাসিন্দা।মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, রউফুল মুন্সির বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন। এ কারণে তাকে ছাত্রদল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন