৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

গণমিছিলে জামায়াত নেতার মৃত্যু লোহাগাড়ায়

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত গণমিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম (৪৭)। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।দলীয় সূত্র জানায়, মিছিলটি আমিরাবাদ কিল্লার আন্দর এলাকা থেকে শুরু হয়ে বটতলি স্টেশনের দিকে যাচ্ছিল। স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আবুল কালাম। পরে দলীয় নেতা–কর্মীরা তাঁকে দ্রুত লোহাগাড়া মা–শিশু হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্র বলছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন এবং দ্রুত তাঁর অবস্থার অবনতি ঘটে।
অধ্যাপক মাওলানা আবুল কালাম দীর্ঘদিন ধরে লোহাগাড়ার রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি একজন প্রথিতযশা ধর্মীয় বক্তা, ইসলামি চিন্তাবিদ ও জনপ্রিয় শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন।তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
বুধবার (৬ আগস্ট) সকালে পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

 

আরও পড়ুন