৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে যুবদলের র‌্যালি: গণঅভ্যুত্থান দিবস

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা যুবদলের উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বড়তাকিয়া বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদরে এসে শেষ হয়।পরে যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানার সভাপতিত্বে এক সমাবেশ হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন। সমাবেশটি সঞ্চালনা করেন এস এম সুমন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, মিরসরাই পৌর শাখার সাবেক আহ্বায়ক মো. মহি উদ্দিন, সাবেক সদস্য সচিব মো. জাহেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন, বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, মেজবাউল হক মানিক, মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম, আজিজুল হক মেম্বার, মাজহারুল ইসলাম চৌধুরী, মোজাম্মেল হোসেন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন, গোলাম জাকারিয়া, মো. শরফুদ্দীন, এম হেলাল উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, নুরুল আফসার মিয়াজী, মো. ফয়েজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, এরাদুল হক ভূঁইয়া, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, আব্দুল্লাহ আল নোমান, মোহন দে, ফরহাদ হোসেন তুহিন, ইনজামুল হক ইমন, নাজিম সিদ্দিকী, মোহাম্মদ নাঈম সরকার প্রমুখ।

আরও পড়ুন