চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। ওই যুবক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে। এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসটি ভাঙচুর করেছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বরমা-আনোয়ারা সড়কের কেশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।নিহত মো. টিপু সুলতান (২৮) চন্দনাইশের বরমা ইউনিয়নের পশ্চিম কেশুয়া গ্রামের বাসিন্দা। এ ছাড়া তিনি গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের বরমা ইউনিয়ন শাখার সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, টিপু সুলতান মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পেছন থেকে স্থানীয় রুটে চলাচলকারী একটি বাস চলন্ত মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয়রা জানান, দুর্ঘটনা দেখে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওঠেন। তারা গাছের গুঁড়ি রাস্তায় ফেলে বাসটিকে আটকে দিয়ে বিক্ষোভ শুরু করেন। জনতা বাসটি ভাঙচুর করেন। এ সময় ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।
ওসি সারোয়ার বলেন, ‘যেহেতু এলাকার ছেলে এবং রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, স্বাভাবিকভাবেই লোকজন একটু উত্তেজিত হয়েছিল। বাস ভাঙচুর করার চেষ্টা করেছিল। আমরা গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এখন সবকিছু স্বাভাবিক আছে।’