৪ঠা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই ঘোষণাপত্র মঙ্গলবার বিকালে মানিক মিয়াতে

অনলাইন ডেস্ক: গত বছরের ঐতিহাসিক ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তিতে, ৫ আগস্ট (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। এই ঘোষণাপত্র উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, ‘৩৬ জুলাই’ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে।
সকাল ১১টা থেকে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর গান; ২টা ২৫ মিনিটে ফ্যাসিস্টের পলায়ন উদযাপন। এরপর ফের গান। ৫টায় ঘোষণাপত্র উপস্থাপন। ৭টা ৩০ মিনিট থেকে স্পেশাল ড্রোন ড্রামা এবং ৮টায় কনসার্ট। সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও সংসদ সচিবালয় মিলে যৌথভাবে এসব আয়োজন করবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বিকাল ৫টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন।
২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন রূপ নেয় দেশজুড়ে গণঅভ্যুত্থানে। ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে অবশেষে ক্ষমতা ছাড়তে বাধ্য হন দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে দেশ চালানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তার সরকার পতনের পর, ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার।
এই আন্দোলনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা সংস্কারের রূপরেখা দিতে উদ্যোগ নেওয়া হয় ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়নের। ঘোষণাপত্র তৈরিতে অংশ নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এবং বিভিন্ন রাজনৈতিক দল। খসড়া তৈরির পর মতামত জানায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ অন্যান্য জোট।
চূড়ান্ত ঘোষণাপত্রে ২৬টি দফা রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ একটি নতুন সাংবিধানিক ব্যবস্থার অধীনে যুক্তিসঙ্গত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রত্যাশা করে। এর মাধ্যমে তারা এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করছে, যেখানে থাকবে আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ—বিশেষ করে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী।ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানকে উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত, সংবিধানের প্রস্তাবনায় এই ঐতিহাসিক আন্দোলনের উল্লেখ থাকবে এবং তফসিল অংশে জুলাই ঘোষণাপত্র সংযুক্ত থাকবে।এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, ঘোষণাপত্রের খসড়াটি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন