২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

মইজ্জারটেকে ২১ লাখ টাকার পাহাড়ি অবৈধ কাঠ জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের মইজ্জারটেকে ২১ লাখ টাকা মূল্যের ২০৬ ঘনফুট পাহাড়ি অবৈধ কাঠ ও ট্রাকসহ দুইজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জারটেক গোল চত্বর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে ২১ লাখ টাকা মূল্যের ২০৬ ঘনফুট অবৈধ পাহাড়ি কাঠ ও ট্রাকসহ দু’জন কাঠ পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত আলামত এবং আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়।

আরও পড়ুন