২২শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে পাহাড় ধস, ৫ ঘন্টা পর সচল যান চলাচল

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-বাঘাইহাট সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ভোর থেকে এ সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সড়ক বিভাগের লোকজন ৫ ঘন্টার পর সড়ক থেকে কিছুটা মাটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে।সোমবার (২১ জুলাই) ভোর ৬টার দিকে বাঘাইছড়ি উপজেলার ১২ কিলো এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গতকাল রোববার রাত থেকে ওই এলাকায় বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সোমবার (২১ জুলাই) ভোর ৬ টার দিকে উপজেলার ১২ কিলো এলাকায় পাহাড় ধস হয়। এতে সকাল থেকে ওই সড়কের দুই দিকে আটকা পড়ে বহু যানবাহন।
খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো.মাকসুদুর রহমান জানান, মারিশ্যা-বাঘাইহাট সড়কে পাহাড় ধসে যানচলাচল বন্ধ হয়ে যায়। আমরা খবর পেয়ে আমাদের লোকজন গিয়ে সড়ক থেকে ধসে পড়া মাটি সরানোর কাজ করতেছে। এখন ১১ টার দিকে করে কিছুটা হালকা যানবাহন চলাচল করা যাচ্ছে। তবে পুরো সড়ক থেকে ধসে পড়া মাটি সরাতে কিছুটা সময় লাগতে পারে।

আরও পড়ুন