অনলাইন ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলীর শাহমীরপুর এলাকার একটি কওমি মাদ্রাসা থেকে পালিয়ে কক্সবাজারে ঘুরতে গিয়ে অপহরণের শিকার হয়েছে তিনছাত্র। অপহরণের পর তাদের পরিবারের কাছে মোট ৩০ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়েছে। পরে র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম অভিযান চালিয়ে তিন ছাত্রকে কক্সবাজারের রামুর নির্জন এলাকা থেকে উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
জানা গেছে, ১৫ জুলাই সকালে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর উলুম তাজবীদুল কোরআন মাদ্রাসার তিন ছাত্র- মিছবাহ উদ্দিন (১৪) ও তার দুই সহপাঠী মাদ্রাসার কাউকে না জানিয়ে নাস্তা করার কথা বলে বাইরে বের হয়। পরে তারা পালিয়ে কক্সবাজারে ঘুরতে যায় এবং এক পর্যায়ে রামু এলাকায় যায়। সেখানেই এক অটোরিকশাচালকের কৌশলে প্রতারকচক্রের খপ্পরে পড়ে তিনজনই অপহৃত হয়। পরে তাদের একটি নির্জন স্থানে আটকে রেখে প্রত্যেক ছাত্রের পরিবারের কাছে প্রথমে ১০ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।ঘটনার পরপরই পরিবারের সদস্যরা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়ে কোনো তথ্য না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। মিছবাহ উদ্দিনের মা হামিদা ইয়াছমিন কর্ণফুলী থানায় একটি জিডি (নম্বর: ৮০৯) করেন।
র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম জানান, ‘তিন ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
