১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

গোপালগঞ্জ : সুরতহাল-ময়নাতদন্ত ছাড়াই নিহতদের দাফন-সৎকার

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতায় নিহত চারজনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। তবে নিহতদের কারও সুরতহাল প্রতিবেদন হয়নি। দাফন ও সৎকার হয়েছে ময়নাতদন্ত ছাড়াই।নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে বুধবার রাতে পৌর শ্মশানে সৎকার করা হয়। টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজীকে একই রাতে এশার নামাজের পর দাফন করা হয়। বৃহস্পতিবার সকালে মোবাইল ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারকে পৌর কবরস্থানে দাফন করা হয়।গত বুধবার শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকায় দিনভর হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে নিহত হন চারজন, আহত হয়েছেন শতাধিক, যাদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবার দাবি করছে, চারজনই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহতদের শরীরে গুলি লাগার চিহ্ন রয়েছে। এদিকে, সংঘর্ষে আহত তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন সুমন বিশ্বাস, পেশায় গাড়িচালক। তাঁর পেটে ও আঙুলে গুলি লেগেছে।
ঘটনার সময় শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত অংশের নেতাকর্মীরা ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিকবার সংঘর্ষ হয়।

আরও পড়ুন