চন্দনাইশ প্রতিনিধি : ফ্যাসিবাদের পতন হলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (১২ জুলাই) চন্দনাইশ উপজেলার স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে ‘নবচিন্তা: তরুণদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘৫ আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে শিশুসহ অনেক তরুণ প্রাণ হারিয়েছে। হাসপাতালের বারান্দায় মৃত্যুপথযাত্রীদের করুণ চিত্র এখনও চোখে ভাসে। অনেকে হাত-পা হারিয়েছেন, কেউ কেউ সেদিনের গুলিতে প্রাণ হারিয়েছেন। এটি তরুণদের দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।’ফরিদা আখতার তরুণদেরকে ভবিষ্যতেও রাজপথে সক্রিয় থাকতে এবং ন্যায়ের পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান।
চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন। যৌথভাবে সঞ্চালনা করেন স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের এহসান উদ্দিন সৌরভ ও রিদুয়ান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, চন্দনাইশ সমিতি-চট্টগ্রামের উপদেষ্টা ও জামায়াত নেতা ডা. শাহাদাত হোসেন, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হাশেম রাজু, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসান আলী, টিকে গ্রুপের ডিরেক্টর মোফাচ্ছেল হক প্রমুখ।সেমিনার শেষে বিকেলে উপজেলা অডিটোরিয়ামে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা দপ্তরের জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় খামারিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
