১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচলাইশে আটক আ.লীগের সাবেক এমপি ‘নদভীর ক্যাশিয়ার’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর লালদিঘী এলাকা থেকে একাধিক মামলার আসামি ও সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর কথিত ক্যাশিয়ার এস এম আহমদ হোসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।স্থানীয় ছাত্র ও জনতার সহযোগিতায় পাঁচলাইশ থানা পুলিশ তাকে আটক করে।
আহমদ হোসাইন সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে তিনি ‘নদভীর ক্যাশিয়ার’ পরিচয়ে পরিচিত ছিলেন এবং এই পরিচয়ের আড়ালে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় দখল, প্রতারণা, চাঁদাবাজি ও সহিংসতায় যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান বলেন, “আহমদ হোসাইনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
পুলিশ জানায়, আহমদ হোসাইনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, নারী নির্যাতন, শ্লীলতাহানি, ঘরবাড়ি ও দোকান ভাঙচুর, জমি দখল, চুরি, ভয়ভীতি প্রদর্শন, বিস্ফোরক দ্রব্য বহন ও ব্যবহারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিতে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে।

আরও পড়ুন