১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে দুর্গম মগাছড়িতে রিজভী

রাঙামাটি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মায়ের অসুস্থতার খবরে তার গ্রামের বাড়িতে ছুটে গেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (৯ জুলাই) সকালে বৃষ্টি, কাদা-পানি আর পাহাড়ি ছড়া পেরিয়ে রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম মগাছড়ি গ্রামে পৌঁছেন তিনি। মগাছড়ি গ্রামে পৌঁছে তিনি ঋতুপর্ণার মা ভুজোপতি চাকমার সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহানুভূতি পৌঁছে দেন।ঋতুপর্ণার মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। ইতোমধ্যে তিনি তিনটি কেমোথেরাপি নিয়েছেন এবং প্রতি ২১ দিন পরপর তাকে চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে।
রিজভীর উপস্থিতিতে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ভুজোপতি চাকমাকে ১ লাখ টাকা এবং জেলা বিএনপির পক্ষ থেকে আরও ১ লাখ টাকা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিমাসে কেমোথেরাপির খরচ হিসেবে মাসিক ৩০ হাজার টাকা করে সহায়তার প্রতিশ্রুতি দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা।
রুহুল কবির রিজভী বলেন, ‘জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ—এই খবর পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঙ্গে সঙ্গে দেখা করার নির্দেশ দেন। সেই নির্দেশে আজ মগাছড়ি গ্রামে এসেছি। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি এবং তারেক রহমানের পক্ষ থেকে সহযোগিতা পৌঁছে দিয়েছি।’মগাছড়ি গ্রামে যাওয়া সড়ক নিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, সেই উন্নয়নের বাস্তব চিত্র আজ আমরা এই মগাছড়ি গ্রামে এসে নিজের চোখে দেখেছি।’এ সময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপু চাকমা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন ।

আরও পড়ুন